কুমায়ুন ভ্রমণ পরিকল্পনা | Kumaon Budget Tour Plan

Kumaon Tour Plan

কুমায়ুন ভ্রমণ পরিকল্পনা কয়েকটি বিকল্প । Kumaon Tour Plan

১. হলদোয়ানি-রানিখেত-শীতলাখেত-কৌশানি-চৌকরি/পাতালভুবনেশ্বর-বিরথি-মুন্সিয়ারি-বাগেশ্বর-আলমোড়া (বিনসর, যজ্ঞেশ্বর)-নৈনিতাল-কাঠগোদাম/লালকুঁয়া

ট্রেনে যাওয়া-আসা নিয়ে ১৫ দিন , ১৬ রাত

  • রানিখেত- ১ রাত
  • শীতলাখেত- ১ রাত
  • কৌশানি- ১ রাত
  • চৌকরি/পাতালভুবনেশ্বর- ২ রাত
  • বিরথি- ১ রাত
  • মুন্সিয়ারি- ২ রাত
  • বাগেশ্বর- ১ রাত
  • আলমোড়া (বিনসর, যজ্ঞেশ্বর)- ২ রাত
  • নৈনিতাল- ১ রাত

বিস্তারিতঃ রানিখেত-শীতলাখেত-কৌশানি-বাগেশ্বর

২. নৈনিতাল-রানিখেত-শীতলাখেত-কৌশানি-বাগেশ্বর-আলমোড়া-বিনসর

ট্রেনে যাতায়াত নিয়ে ১১ দিন, ১২ রাত


  • নৈনিতাল- ২ রাত
  • রানিখেত- ১ রাত
  • শীতলাখেত- ১ রাত
  • কৌশানি- ১ রাত
  • বাগেশ্বর- ১ রাত
  • আলমোড়া- ১ রাত
  • বিনসর- ১ রাত

(আলমোড়া থেকে গাড়ি বুক করে আলমোড়ার আশেপাশে দ্রষ্টব্য দেখে, যজ্ঞেশ্বর ঘুরে বিনসর গিয়ে থাকা নাহলে বিনসর ঘুরে আলমোড়া ফিরে এসে রাত কাটানো। )

বিস্তারিতঃ আলমোড়া, বিনসর, যজ্ঞেশ্বর কুমায়ুন ট্যুর

এইভাবে ঘুরলে হাওড়া-বাগ এক্সপ্রেসে কাঠগোদাম বা হাওড়া-লালকুঁয়া এক্সপ্রেসে লালকুঁয়া পৌঁছে , শেয়ার গাড়ি বা বাসে ঘুরলে কাঠগোদাম স্টেশনের আগে হলদোয়ানি নেমে সফর শুরু করে আবার একই পথে অর্থাৎ কাঠগোদাম/লালকুঁয়া স্টেশন থেকে ফেরার ট্রেন।

Kumaon Budget Tour Plan

৩. করবেট ন্যাশনাল পার্ক-নৈনিতাল-সাততাল-প্যাঙ্গট-মুক্তেশ্বর

ট্রেনে যাতায়াত নিয়ে ১১ দিন, ১২ রাত

  • করবেট ন্যাশনাল পার্ক- ২/৩রাত
  • নৈনিতাল- ২ রাত
  • সাততাল- ১ রাত
  • প্যাঙ্গট- ১ রাত
  • মুক্তেশ্বর- ১ রাত

যে কোন ট্রেনে বা বিমানে দিল্লী পৌঁছে আবার দিল্লী থেকে রামনগর (করবেট ন্যাশনাল পার্কের প্রবেশ দ্বার) পৌঁছনো যায়। হাওড়া থেকে মোরাদাবাদ স্টেশনে নেমে রামনগর পৌঁছনো যায়। হলদোয়ানি পৌঁছেও রামনগর পৌঁছনো যায়। রামনগর থেকে নৈনিতালের বাস/জিপ সবই পাওয়া যায়। 

কাঠগোদাম/লালকুঁয়া থেকে ফেরার ট্রেন। এক্ষেত্রে উল্টোদিক দিয়ে অর্থাৎ নৈনিতাল দিয়ে সফর শুরু করে করবেট ন্যাশনাল পার্ক ঘুরেও সফর শেষ করা যায়।

আরও পড়ুনঃ জনপ্রিয় শৈলশহর নৈনিতাল

৪ লক্ষ্ণৌ-টনকপুর-পিথোরাগড়-ধারচুলা-নারায়ণস্বামী আশ্রম-পিথোরাগড়-লোহাঘাট-মায়াবতী-শ্যামলাতাল

ট্রেনে যাওয়া আসা নিয়ে ১১ দিন, ১২ রাত

  • টনকপুর (পূর্ণাগিরি)-১ রাত
  • পিথোরাগড়/ধারচুলা-১ রাত
  • নারায়ণস্বামী আশ্রম- ২ রাত
  • পিথোরাগড়/লোহাঘাট- ১রাত
  • মায়াবতী- ২ রাত
  • শ্যামলাতাল- ১ রাত


হাওড়া থেকে অমৃতসর মেল, শিয়ালদহ থেকে জম্মু-তাওয়াই এক্সপ্রেস বা অন্য যে কোন ট্রেনে লক্ষ্ণৌ, লক্ষ্ণৌ থেকে ২ কিমি দূরে আইসবাগ। আইসবাগ থেকে মিটারগেজ শাখায় আইসবাগ-লালকুঁয়া-নৈনিতাল এক্সপ্রেসে পরদিন সকালে টনকপুর পৌঁছে, টনকপুর থেকে লোহাঘাট, পিথোরাগড় ধারচুলা হয়ে নারায়ণস্বামী আশ্রম। ফেরার সময় একই পথে টনকপুর স্টেশন থেকে ফেরা। এক্ষেত্রে যাওয়া আসার পথে লক্ষ্ণৌতে একদিন থেকে লক্ষ্ণৌ শহরও ঘুরে নেওয়া যায়। 

বিস্তারিতঃ কুমায়ুনের আশ্রমে আশ্রমে অফবিট কুমায়ুন

৫. হলদোয়ানি/টনকপুর-পিথোরাগড়-নারায়ণস্বামী আশ্রম-ডারমা উপত্যকা-পিথোরাগড়-মায়াবতী-টনকপুর/কাঠগোদাম/লালকুঁয়া

  • ট্রেনে যাওয়া আসা নিয়ে ১২ দিন, ১৩ রাত
  • পিথোরাগড়- ১ রাত
  • নারায়ণস্বামী আশ্রম- ২ রাত
  • ডারমা উপত্যকা-  ৩ রাত
  • পিথোরাগড়- ১ রাত
  • মায়াবতী- ২ রাত

৬. হলদোয়ানি/টনকপুর-পিথোরাগড়-মুন্সিয়ারি-নারায়ণস্বামী আশ্রম-ডারমা উপত্যকা-পিথোরাগড়-টনকপুর/কাঠগোদাম/লালকুঁয়া

ট্রেনে যাওয়া আসা নিয়ে ১২ দিন, ১৩ রাত

  • পিথোরাগড়- ১ রাত
  • মুন্সিয়ারি- ২ রাত
  • নারায়ণস্বামী আশ্রম- ২ রাত
  • ডারমা উপত্যকা-  ৩ রাত
  • পিথোরাগড়- ১ রাত


৭. পিথোরাগড়-মুন্সিয়ারি-ডারমা উপত্যকা-পিথোরাগড়

ট্রেনে যাওয়া আসা নিয়ে ১০ দিন, ১১ রাত

  • পিথোরাগড়- ১ রাত
  • মুন্সিয়ারি- ২ রাত
  • ডারমা উপত্যকা- ৩ রাত
  • পিথোরাগড়- ১ রাত

হলদোয়ানি স্টেশন থেকে আলমোড়া হয়ে অথবা অন্য দিক দিয়ে টনকপুর স্টেশন থেকে লোহাঘাট হয়ে পিথোরাগড়। ফেরার সময়ও টনকপুর দিয়ে বা কাঠগোদাম/লালকুঁয়া হয়ে ফেরা যায়।

৮. হলদোয়ানি-আলমোড়া-চৌকরি-মুন্সিয়ারি-ডারমা উপত্যকা-পিথোরাগড়

ট্রেনে যাওয়া আসা নিয়ে ১২ দিন, ১৩ রাত

  • আলমোড়া (বিনসর, যজ্ঞেশ্বর):-  ২ রাত
  • চৌকরি/পাতাল ভুবনেশ্বর:- ২ রাত
  • মুন্সিয়ারি- ২ রাত
  • ডারমা উপত্যকা- ৩ রাত
  • পিথোরাগড়- ১ রাত

বিস্তারিত পড়ুনঃ পঞ্চচুল্লি বেস-ক্যাম্প ডারমা উপত্যকা

এক্ষেত্রে হলদোয়ানি,  আলমোড়া দিয়ে ঢুকে যে কোন পথে ফেরা যায়, টনকপুর দিয়ে বা কাঠগোদাম/লালকুঁয়া দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন