অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং , নেপাল- চতুর্থ ও শেষ পর্ব | Annapurna Base Camp Trek, Nepal

অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং নেপাল শেষ পর্ব

Annapurna Base Camp Trek

Getting to the top is optional, getting down is mandatory"

৯ ই নভেম্বর। একই পথে ফিরে চলি। একটু বেলা বাড়তেই অন্নপূর্ণা দর্শনের জন্য হেলিকপ্টারের আসা-যাওয়া শুরু হয়। লাল রঙের একটা হেলিকপ্টার রেসকিউ এর জন্য। কেউ অসুস্থ হয়ে পড়লে নীচে নামিয়ে আনার জন্য এই লাল হেলিকপ্টারগুলি। নেমে যাই আবার দেউরালি হয়ে হিমালয়া। ABC (Annapurna Base Camp) থেকে হিমালয়া ১২ কিমি পথ। রাতের বিশ্রাম হিমালয়াতে।

অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং  :   প্রথম পর্ব    দ্বিতীয় পর্ব     তৃতীয় পর্ব

অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং রুট । ABC Trek Route

১০ ই নভেম্বর, ডোভান থেকে রেখে যাওয়া ব্যাগ সংগ্রহ করে, এখানেই জলখাবার সেরে এগিয়ে যাই বামবু, সিনুয়া। হিমালয়া থেকে সিনুয়া ১১ কিমি পথ। সিনুযায় রাতের বিশ্রাম।

সিনুয়া থেকে আবার ব্রীজ পেরিয়ে চোমরঙ। সিঁড়ি দিয়ে অনেকটা উঠে আবার নামা ঝিনুর দিক দিয়ে। ওঠা-নামা অগুন্তি সিঁড়ি। ঘন্টার পর ঘন্টা সিঁড়ি দিয়ে ওঠা নামা। সিনুয়া থেকে ঝিনু বাসস্ট্যান্ড প্রায় ৮ কিমি। এপথে সব চেয়ে লম্বা ঝিনুর নতুন ব্রীজ পেরিয়ে আমাদের ট্রেক শেষ হয়। অনেকের আবার শুরু হচ্ছে। ঝিনু থেকে সকাল ৮ টা এবং দুপুর ৩ টের সময় বাস ছাড়ে পোখরা যাওয়ার। আমরা পৌঁছই ১ টা নাগাদ। আর ঝমঝম করে বৃষ্টি নামে তাই গাড়ি বুক করেই এগিয়ে যেতে হয় পোখরার উদ্দেশ্যে। গাড়ি ভাড়া ৭০০০-৮০০০ নেপালী টাকা। এইসময় নীচে মেঘলা বৃষ্টি মানেই ওপরে তুষারপাতের সংকেত। পোখরা পৌঁছই সন্ধ্যা ৬ টা নাগাদ। ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই। পুরো ট্রেকপথে একদিনও খারাপ আবহাওয়া, বৃষ্টি পাইনি আমরা। এত ভালোভাবে সবটা সম্পূর্ণ হওয়ায়।

কলকাতা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্প কিভাবে যাবেন

হাওড়া- রক্সৌল মিথিলা এক্সপ্রেস (১৩০২১) হাওড়া থেকে দুপুর ৩-৪৫ এ ছেড়ে পরদিন সকাল 

৯ টায় রক্সৌল পৌঁছয়। আমরা এই ট্রেনে গিয়েছিলাম।

ট্রেনটি ( ১৩০২২ ) রক্সৌল থেকে বেলা ১০ টায় ছেড়ে হাওড়া পৌঁছয় পরদিন ভোর ৪ টের সময়। 

বুধ-শুক্রবার হাওড়া-রক্সৌল এক্সপ্রেস (১৩০৪৩) রাত ১১ টায় হাওড়া থেকে ছেড়ে রক্সৌল পৌঁছয় পরদিন দুপুর ১-৩৫ এ।

রক্সৌল-হাওড়া এক্সপ্রেস (১৩০৪৪) বৃহস্পতি ও শনিবার রাত ৯ টায় রক্সৌল থেকে ছেড়ে হাওড়া পৌঁছয় পরদিন দুপুর ১২-২০ তে। আমরা এই ট্রেনে ফিরেছিলাম।

বীরগঞ্জ থেকে পোখরা যাওয়ার এবং পোখরা থেকে বীরগঞ্জ ফেরার রাতের ডিলাক্স বাস ছাড়ে। এছাড়া সারাদিনই উভয় রুটের বাস পাওয়া যায়। রক্সৌল থেকে রাতের ট্রেন ধরলে সকাল সকাল পোখরা থেকে বেরিয়ে পরাই ভালো।

পোখরা থেকে বাস/জীপে ঘানদ্রুক পৌঁছে ট্রেক শুরু করা যায়।

পোখরা থেকে ঝিনুদাড়া পৌঁছে ট্রেক শুরু করা যায়।

আমরা ঘানদ্রুক দিয়ে শুরু করে ঝিনুদাড়া হয়ে ফিরেছি।

পুনহিল সমেত ট্রেকটি করতে চাইলে পোখরা থেকে উল্লেরি, ঘোরেপানির দিক দিয়ে ট্রেক শুরু করতে হয়। দিন বেশি লাগে।

Annapurna Base Camp Trek

আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকরুট

পোখরা-ঘানদ্রুক-কোমরঙ-চোমরঙ-সিনুয়া-বামবু-ডোভান-হিমালয়া-দেউরালি-মচ্ছপুছরে বেস ক্যাম্প-অন্নপূর্ণা বেস ক্যাম্প | Annapurna Base Camp trek

রাতের বিশ্রাম যাওয়ার পথে পোখরা-ঘানদ্রুক-চোমরঙ-ডোভান-মচ্ছপুছরে বেস ক্যাম্প-অন্নপূর্ণা বেস ক্যাম্প

ফেরার পথে হিমালয়া-সিনুয়া।

সিনুয়া থেকে ঝিনু হয়ে পোখরা।

অন্নপূর্ণা বেস ক্যাম্প কখন যাবেন। Best time to visit for ABC Trek Nepal.

মার্চ-এপ্রিল, অক্টোবর-নভেম্বর গেলে পিক সিজন। তখন থাকার জায়গা বুক করে গেলে ভালো। যারা পোর্টার/গাইড নেবেন, ওনাদের মারফৎ বুক করে নেবেন এডভান্স। আমরা পোর্টার/গাইড নিইনি, কোথাও বুকিং করিনি। অন্নপূর্ণা-বেস-ক্যাম্পে থাকার জায়গা পেতে একটু সমস্যা হলেও অন্য কোথাও হয়নি।  পোখরা পৌঁছে ঘানদ্রুক বা চোমরঙ থেকেও পোর্টার ঠিক করে থাকার জায়গা বুক করে নেওয়া যায়। তবে ভিড়ের সময় পোর্টার নাও পাওয়া যেতে পারে ঐভাবে। এখন তো এপ্রিল মাস থেকে নতুন নিয়ম হয়েছে, একা গেলে সঙ্গে গাইড নিতে হবে। হাতে অতিরিক্ত দু-দিন রাখলে খুবই ভালো হয়। 

কিছু ফোন নম্বর নিচে দিলাম, গুগুল থেকে পেয়েছি এখানে কথা বলে গাইড/পোর্টারের ব্যবস্থা হতে পারে।

+9779808717598

+9779844919522

+9779818141334

অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক রুটে হোটেল । Hotel Homestay at ABC Trek Route.

পোখরা লেকসাইডে অনেক হোটেল আলাদা করে কিছু লিখছিনা। আমরা লেকস্যাডোতে ছিলাম।

ঘানদ্রুকেও গাড়ি চলে যাচ্ছে , এখন ট্যুরিস্ট স্পট । এখানেও অনেক হোমস্টে আছে। গুরুং কটেজ খুবই জনপ্রিয় ( ph no:- +9779856025222

+9779846069729

আমার ছিলাম অন্নপূর্ণা গেস্ট হাউসে। 

ph no:- +9779846355873

ঘানদ্রুক থেকেই ভারতীয় টাকা নিতে চায়না। প্রায় জোর করেই গেস্টহাউসে ১০০ টাকা দিয়েছি। গুরুং কটেজে তাও চলেনা, ১০০ টাকাও নেয় না। তাই পোখরা ছাড়ার পর থেকে ট্রেকরুটে যা খরচ হবে প্রায় সবটাই নেপালী টাকা থাকলে ভালো। সঙ্গে অতিরিক্ত কিছু ভারতীয় ১০০ টাকার নোট।

চোমরঙে আমরা ছিলাম হোটেল হেভেন ভিউ'তে

ph nos

+9779846449051

+9779816645203

ফিশটেইল গেস্ট হাউস

ph no

+9779816184386

এক্সেলেন্ট ভিউ টপ লজ

ph no

+9779856048777

+9779856020909

এছাড়াও চোমরঙে আরো দশটা মতো গেস্ট হাউস আছে।

ডোভানে আমরা ছিলাম টিপ টপ লজে

ph no

+9779806686417

এছাড়া আরো তিন-চারটি টি হাউস আছে।

মচ্ছপুছরে-বেস-ক্যাম্পে আমরা ছিলাম গঙ্গাপূর্ণা ভিউ লজে

ph no

+9779846812328

এছাড়া আরো চার-পাঁচটি লজ আছে।

অন্নপূর্ণা-বেস-ক্যাম্প:-

অন্নপূর্ণা গেস্ট হাউস

Ph no

+9779846063557

+9779844920552

হোটেল প্যারাডাইস গার্ডেন

ph no

+9779846605439

+9779869141256

সানরাইজ গেস্ট হাউস

ph no

+9779869093628

+9779866099316

হোটেল পিসফুল

ph no

+9779864381912

+9779840604468

হোটেলের ফোন নম্বরগুলি গুগুল থেকে প্রাপ্ত।

সঙ্গে নেপালী সিম থাকলে গন্তব্য পৌঁছনোর আগের দিন টি হাউস বুক করে নিতে পারেন। নাহলে পোর্টার থাকলে পোর্টার মারফৎ বুক করা যায়। নাহলে যে টি-হাউসে থাকবেন সেখান থেকেও আগামীদিনের জন্য এডভান্স বুকিং করতে পারেন। যেমন ডোভানে পৌঁছে যে টিহাউসে থাকবেন সেখান থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পে থাকার জন্য আগাম বুকিং করিয়ে নিলে ভালো হয়।

অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং খরচ ।

আমাদের তিনজনের সবমিলিয়ে ভারতীয় ৫০ হাজার টাকা খরচ হয়েছে বাড়ি থেকে বাড়ি। ট্রেনে আসা-যাওয়ার 3AC টিকিট নিয়ে। এরমধ্যে কিছু বাড়তি খরচও ইনক্লুডেড।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন