দাওয়াইপানি মিনারেল স্প্রিং ভিলেজ ভ্রমণ
এখন প্রকৃত অর্থে অফবিট বলতে আর কিছুই নেই। তবু এখনও দার্জিলিং অফবিট বলতে যেটুকু মনে হয়, ব্যস্ত ঘোরাঘুরি সাইড সিয়িং এসব ছেড়ে প্রকৃতির কোলে নির্জনে দু-দন্ড শান্তিতে সময় কাটানো। দার্জিলিংয়ের কাছেই এমনিই একটি শান্তির ঠাঁই দাওয়াইপানি। দাওয়াইপানি অর্থাৎ যে জলে ঔষধ আছে। এখানকার এক ঝোরার জলের কিছু ঔষধি গুণের জন্য এমন নাম। পরীক্ষা করে দেখা গেছে এই ঝোরার জল খনিজ পদার্থে পরিপূর্ণ। এই ঝোরা দেখতে হলে সঙ্গে গাইড নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় ৩০/৪৫ মিনিট হেঁটে যেতে হয়। হোমস্টের সদস্যরাই গাইড হয়ে সঙ্গে যান। সেইজন্য দাওয়াইপানির আর এক নাম মিনারেল স্প্রিং ভিলেজ (Mineral Spring Village)।
দার্জিলিং অফবিট ডেস্টিনেশন সিটং অহলদারা ভ্রমণ
View from Dumzan Home Stay |
ডুমজান হোমস্টে এন্ড ফার্ম, দাওয়াইপানি | Dawaipani , Darjeeling
দাওয়াইপানির ওপরের অংশ নয়াবস্তি আর ভুটিয়া বস্তিতেও বেশ কিছু হোমস্টে আছে। তবে দাওয়াইপানি অর্থাৎ মিনারেল স্প্রিং ভিলেজ বলতে একটু নীচে লেবং ঘেঁষা। দার্জিলিংয়ের দিক দিয়ে এলে লেবং হয়েই পৌঁছতে হয়। দার্জিলিং থেকে দূরত্ব ১৭ কিমি। পরিস্কার আকাশ থাকলে পুরো গ্রাম থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
এখানেই আমরা ছিলাম ডুমজান হোমস্টে এন্ড ফার্মে ( Dumzan Home Stay & Farm)। এখানে কাছাকাছি আর কোনো হোমস্টে নেই। এটি একটি ফার্ম অর্থাৎ খামার। এখানে ছাগল পালন করা হয়। মৌমাছিও পালন করা হয়। এখান থেকে টাটকা মধু সংগ্রহ করা যায়। ফার্মটি ঘুরে দেখা যায়। একসাথে অনেক ছোট্ট ছোট্ট সাদা ছাগল দেখতে বেশ ভালোই লাগে। দাওয়াইপানি একটি অর্গানিক গ্রাম। এখানে নিজেদের জমিতে যা ফসল হয় তাই দিয়েই অতিথি আপ্যায়ন করা হয়। হোমস্টে ছেড়ে যাওয়ার সময় অতিথিদের দার্জিলিং চা উপহার দেওয়া হয়।
দাওয়াইপানি সাইট সীন পঞ্চকন্যা মন্দির | Dawaipani,Darjeeling sight seeing
কাছাকাছির মধ্যে ১০-১৫ মিনিট হাঁটাপথে পঞ্চকন্যা মন্দির ঘুরে আসা যায়। এটি খুবই পবিত্র স্থান গ্রামবাসীর কাছে। সামনে ছোট একটি জলাশয় আছে যার জল কখনো শুকোয় না। এই মন্দিরটি নাকি কোনো মানুষের দ্বারা তৈরী নয়। নিজে থেকেই পাথরেই চাঁই জোড়া লেগে তৈরী হয়েছে।
পাহাড় ও জঙ্গলে ঘেরা দাওয়াইপানি
হোমস্টের ডানদিকে সিকিম পাহাড়ে অবস্থিত নামচির চারধাম, সামদ্রুপসে আর মাথার ওপর সপরিবারে কাঞ্চনজঙ্ঘার বিশাল ব্যাপ্তি। দাওয়াইপানির উল্টোদিকের পাহাড়েই দার্জিলিং। সন্ধ্যে হলেই দার্জিলিংয়ের আলো ঝলমলে পাহাড় দেখে মনে হয় যেন রাতের তারা ভরা আকাশ নেমে এসেছে মাটিতে। ছবির মতো সুন্দর ও ছোট্ট এই গ্রাম থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্যও মনোমুগ্ধকর। দাওয়াইপানি সেঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির পাশেই তাই জঙ্গলে ঘেরা এবং কাছাকাছি কোনো বসতি বা হোমস্টে নেই বলে একেবারে নির্জন নিরিবিলিতে থাকার একটি আদর্শ জায়গা। পাখির কলকাকলিতে মুখরিত হয় বাতাস। অপার শান্তি বিরাজ করছে এখানে। দাওয়াইপানির উচ্চতা ৬,৫০০ ফুট।
দাওয়াইপানির কাছাকাছি জায়গাগুলি হল ---- দার্জিলিং, তাকদা, তিনচুলে, লামাহাট্টা, লেপচাজগৎ, জোড়পোখরি, মিম টি গার্ডেন, লপচু ও পেশক টি গার্ডেন, রামপুরিয়া, রঙ্গারুণ, চটকপুর ইত্যাদি।
দাওয়াইপানি থেকে দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সীনের দূরত্ব | Darjeeling sight seeing distance
- ঘুম স্টেশন ১৩ কিমি | Dawaipani to Ghum Station 13 km
- বাতাসিয়া ইকো গার্ডেন ১৪ কিমি | Dawaipani to Batasia Eco Garden 14 km
- দার্জিলিং ম্যাল ১৭ কিমি | Dawaipani to Darjeeling Mall 17 km
- তাকদা ১৫ কিমি | Dawaipani to Takda 15 km
- তিনচুলে ১৩ কিমি | Dawaipani to Tinchuley 13 km
- লামাহাট্টা ইকো পার্ক ৬.৫ কিমি | Dawaipani to Lamahatta Eco Park 6.5 km
- দাওয়াইপানি জিরো পয়েন্ট ১.২ কিমি | Dawaipani Zero Point 1.2 km
কখন যাবেন দাওয়াইপানি | Best time to visit Dawaipani, Darjeeling
দাওয়াইপানি যাওয়ার উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে মে মাস হলেও সারা বছরই যাওয়া যায়।
দাওয়াইপানি কিভাবে যাবেন | How to visit Dawaipani, Darjeeling
নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় ৭৪ কিমি। গাড়ি রিজার্ভ করে গেলে সময় লাগে ৩ ঘন্টা। গাড়ি ভাড়া ৩০০০-৩,৫০০ টাকা।
নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সেবক- মংপুর দিক দিয়ে গেলে মংপু অবধি শেয়ার গাড়িতে গিয়ে বাকি পথ গাড়ি ভাড়া করতে হবে। সেবক-মংপু হয়ে গেলে রাস্তা প্রায় ১৭ কিমি কম। কিন্তু মংপুর শেয়ার গাড়ি খুবই কম থাকে। তাই নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ভাড়া করে গেলে মংপু দিয়ে যাওয়া ভালো।
শেয়ারে গেলে ঘুম বা জোড়বাংলো অবধি গিয়ে তারপর গাড়ি ভাড়া করে যেতে হবে। জোড়বাংলো থেকে পেশক রোড হয়ে যে পথ তিস্তার দিকে গেছে সেই পথেই দাওয়াইপানি। জোড়বাংলো থেকে আধঘন্টা সময় লাগে পৌঁছতে।
দার্জিলিং থেকে একটা শেয়ার জীপ দুপুর ১-টা নাগাদ দার্জিলিং জীপস্ট্যান্ড থেকে ছেড়ে দাওয়াইপানি যায়। আবার দাওয়াইপানি থেকে সকাল ৮-টা নাগাদ ছেড়ে দার্জিলিং যায়। ভাড়া ১০০ টাকা।
কোথায় থাকবেন দাওয়াইপানিতে | Home Stay at Dawaipani, Darjeeling
সমগ্র দাওয়াইপানি জুড়ে ছড়িয়ে আছে প্রায় ১০-১২ টি হোমস্টে। আমরা ছিলাম মিনারেল স্প্রিং ভিলেজের (Mineral Spring Village) ডুমজান হোমস্টে এন্ড ফার্ম এ ( Dumzan Home Stay & Farm)। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ঘরে গিজার আছে।
যোগাযোগের ফোন নম্বর :- 9123358805 / 8981524857